সর্বশেষ

35.3 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

মরিয়ম আফিজা দেশের প্রথম নারী মেট্রোরেল চালক

টপ নিউজ ডেস্কঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মরিয়ম আফিজা দেশের প্রথম নারী, মেট্রোরেল চালানোর জন্য নিয়োগ পেয়েছেন। ২০২১ সালের ২ নভেম্বর নিয়োগ পান তিনি। মরিয়ম আফিজা নোবিপ্রবি থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও আফিজার এমন সাফল্যে খুশি।

জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে। প্রতিটি কোচ সম্পূর্ণ বিদ্যুৎ চালিত মেট্রোরেলের শীতাতপ নিয়ন্ত্রিত। এর মাধ্যমেই বাংলাদেশ আধুনিক গণপরিবহন ব্যবস্থার যুগে প্রবেশ করবে। সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে।

মরিয়ম আফিজা ইতিমধ্যে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন। মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা এখানে ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিচ্ছেন। এরপর আবার তিনি দিল্লি মেট্রোরেল একাডেমিতে প্রশিক্ষণ নেবেন। এছাড়া প্রয়োজনে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের জাপানেও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের।

দেশে মেট্রোরেলের প্রথম নারী চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ‘২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এরপর থেকে সেই মাহেন্দ্রক্ষণের স্বপ্ন বুনছি। বাংলাদেশে এই প্রথম মেট্রোরেল তাই আগ্রহ থেকেই এই চাকরির আবেদন করেছি।’

তিনি আরো জানান, ‘বাংলাদেশের জন্য মেট্রোরেল যেমন স্বপ্নের মতো ঠিক তেমনি মেট্রোরেল আমার কাছেও একটা স্বপ্ন। এটা ভেবে এখন বেশ আনন্দ লাগছে আমি নিজে ট্রেন চালাবো। এখন আমার মূল লক্ষ্য সঠিকভাবে সব প্রশিক্ষণ নেওয়া এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা। সেজন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছি এবং শিখছি।’

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম মরিয়ম আফিজার এই সফলতার নিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনো ভাল স্থানে গেলে আমাদের ভালো লাগে। তাছাড়া নারী হিসেবে আফিজা সাহসীকতার পরিচয় দিয়েছে। তার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles