সর্বশেষ

29 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

দারিয়া হত্যায় পুতিনের সমবেদনা

টপ নিউজ ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমবেদনা জানিয়েছেন আলেকসান্দর দাগিনের মেয়ে দারিয়া দাগিনা হত্যার ঘটনায়। রুশ প্রেসিডেন্ট সোমবার (২২ আগস্ট) এ সমবেদনা প্রকাশ করেন। দাগিনা হত্যার ঘটনায় একটি বার্তাও তার পরিবারের কাছে পাঠিয়েছেন তিনি।

পুতিন তার বার্তায় বলেন, দাগিনা ছিলেন একজন উজ্জ্বল ও প্রতিভাবান ব্যক্তি। তিনি সত্যিকার অর্থেই রাশিয়ান হৃদয়ের অধিকারিনী ছিলেন। তিনি ছিলেন স্নেহশীল, সদয়, সহানুভূতিশীল এবং খোলা মনের মানুষ। একটি জঘন্য ও নিষ্ঠুর অপরাধে তার জীবন অবসান ঘটেছে। খবর এনডিটিভির।

দারিয়া হত্যার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে। গতকাল রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) দাবি করে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এই হত্যায় জড়িত। তবে ইউক্রেন দারিয়া হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles