সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

আজ ফুটবলের রাজার কথা পেলের জন্মদিন

টপ নিউজ ডেস্কঃ আসল নামএদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু হলেও, তিনি পরিচিত পেলে নামে। আজ ব্রাজিলীয়ান কিংবদন্তী ফুটবলার পেলের ৮২তম জন্মদিন।

পেলে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি খেলেছেন ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার।

১৯৫৭ সালের ৭ জুলাই মারাকানায়, জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ পেলে খেলেন আর্জেন্টিনার বিপক্ষে। ২-১ ব্যবধানে ম্যাচটি হারলেও ১৬ বছর ৯ মাস বয়সে ব্রাজিলের পক্ষে প্রথম গোল করে পেলে আন্তর্জাতিক অঙ্গনের সর্বকনিষ্ঠ গোলদাতার স্থান দখল করেন পেলে। আর ১৯৫৮ ফিফা বিশ্বকাপ সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে পেলে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেন তিনি।

সেই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ এবং তখন পর্যন্ত যেকোন বিশ্বকাপ খেলায় সর্বকনিষ্ঠ, খেলোয়াড় পেলের সতীর্থরা তখন ছিলেন গ্যারিঞ্চা, যিতো এবং ভাভা। ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা গোলটি ছিল বিশ্বকাপে পেলের প্রথম এবং সেই ম্যাচের একমাত্র গোল। এ গোলের সাহায্যেই ব্রাজিল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেসময় পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন।

পেলে ফুটবল ভক্তদের কাছে এক ভালোবাসার নাম,  আবেগের নাম। ব্রাজিলের ভক্ত না হলেও পেলেকে সমীহ করেন সবাই। তাঁর দুর্জেয় রেকর্ডসমূহ মানুষকে বারবার মনে করিয়ে দিবে ফুটবলের এই রাজার কথা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles