সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ হামলা

টপ নিউজ ডেক্স: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে ‘স্মোক বোমা‘। তবে অক্ষত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) এ তথ্য জানা যায় কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, এ হামলার ঘটনা ঘটে জাপানের ওয়াকাইয়ামা শহরে। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে এক ব্যক্তিকে।

শনিবার ওয়াকাইয়ামা শহরের সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে সেই বোমাটি ছোড়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে,  প্রাণঘাতী ছিল না বোমাটি।  জাপানের বার্তাসংস্থা কিওডো নিউজ এজেন্সিসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোম বোম্ব’ জাতীয় বোমা ছিল। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও হয় না বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles