সর্বশেষ

43.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

রাশিয়াকে মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজিত করেছি : ভলোদিমির জেলেনস্কি

টপ নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসম্যানদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য দেশটির প্রতি। এ সময় জেলেনস্কি অকপটে জানান ইউক্রেনের বর্তমান পরিস্থিতির কথাও। তিনি বলেন, ‘ইউক্রেন এখনো টিকে আছে, ভেঙে পড়েনি। রাশিয়াকে আমরা মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজিত করেছি। খবর আলজাজিরার।

গত ২৪ ফেব্রুয়ারি (২০২২) ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র দেশটিকে অর্থসহায়তা দিয়ে আসছে। এই সাহায্য পেয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশে কিঞ্চিত দ্বিধান্বিত হলেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হাজার হাজার কোটি ডলার যুক্তরাষ্ট্রের দান নয়, বরং বৈশ্বিক নিরাপত্তায় এগুলো বিনিয়োগ।’

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর ৩০০ দিনের মাথায় এই প্রথম বিদেশ সফরে গেলেন জেলেনস্কি। তবে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার পক্ষ থেকে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles