সর্বশেষ

43.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইলন মাস্ক লড়াই করতে চান পুতিনের সঙ্গে বাজি ইউক্রেন

টপ নিউজ ডেস্কঃ টুইট করাতে ইলন মাস্কে ‍সবার উপরে। আগ্রহ আছে, এমন যেকোনো বিষয়ে নিয়েই টুইট করেন তিনি। ইলন মাস্কের করা টুইটের প্রভাব পড়ে বিশ্বজুড়ে। গতকাল সোমবার যেমন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির করা একটি টুইট বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। এই টুইটে ইলন মাস্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

টুইটারে ইলন মাস্ক  বলেছেন , ‘আমি ভ্লাদিমির পুতিনকে একটি একক লড়াইয়ে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি। এ লড়াইয়ের প্রধান বাজি হবে ইউক্রেন।’ টুইটারে ওই টুইট মুহূর্তে সাড়া ফেলে দেয় পূরো বিশ্বজুড়ে। কিছুক্ষণ পর আর একটি টুইটে রুশ প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল ট্যাগ করে বলেন, ‘আপনি কি এ লড়াইয়ে রাজি?’

তবে ইলন মাস্কের মতো তাঁর ভক্ত কম না। ইলনের টুইটের পর তাঁরাও আগ্রহী হয়ে ওঠেন। অনেকেই প্রশ্ন করেন, ইলন মাস্ক কি সত্যিই পুতিনের সঙ্গে এই লড়াই করতে চান? এই  প্রশ্নের জবাবে ইলন মাস্ক  বলেন, ‘আমি সত্যি সত্যিই পুতিনের সঙ্গে লড়াই করতে চাই। তবে আমার মনে হয়, পুতিন  এই চ্যালেঞ্জ নেবে না।’

তবে এদিকে ইলন মাস্কের এ আহ্বানে ক্রেমলিন থেকে  কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

আসছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এর নিন্দা জানিয়ে আসছেন‍ । তিনি যুদ্ধকবলিত ইউক্রেনে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সচল করে দিয়েছেন। ইলন মাস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles