সর্বশেষ

27.2 C
Rajshahi
সোমবার, অক্টোবর ২, ২০২৩

কবিতার নামঃ তবু ক্ষণ তোমার ঠিকানায়

- Advertisement -

তবু ক্ষণ তোমার ঠিকানায়

ফুয়াদ হাসান

- - Advertisement - -

উৎসর্গঃ কথা প্রিয়

শরতের উষ্ণ হাওয়া, এলো ক্ষণ আসা যাওয়ার,

- Advertisement -

 কথা হয় দু’জনাতে; এ পরিচয়ের শুরু সেখানেই।

আঁকা নীল তোমার প্রচ্ছদে আকাশ ;

মেঘ ঢেকে গেলো ফিরিয়ে দেওয়া আভাসে।

তবু ক্ষণ তোমার ঠিকানায়… খোঁজ নিলো মন,

এড়িয়ে গিয়ে তোমার বারণ ;

এ পরিণয় তাই বসন্ত ছোঁয়ালো।

ফুরালো অর্ধ বছর, কবিতায় মগ্ন প্রহর ;

তোমার রং তুলি ও আপন  আঙ্গিনা সাজায়,

হৃদয়ে মেখে দেয় মধুরতা ;

তোমার খোঁপায় প্রত্যাশার আলো ছড়ালো প্রণয়ের নীলপদ্ম।

এই পথ-রেখা বয়ে চলুক সারাটি জনম,

ওগো প্রণয়ের নীলপদ্ম ; প্রহরগুলো অনায়াসে ভুলিয়ে দেওয়া কথা প্রিয়,

ছায়াসঙ্গী হয়ে পাশে রেখো মোরে।

লেখক পরিচিতি: ফুয়াদ হাসান । স্নাতক ৩য় বর্ষ দর্শন বিভাগ নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles