- Advertisement -
এক লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে লালুর কাছে বললো— লোক: লালু সাহেব, আমি একটু আগে সিনেমা দেখতে গিয়েছিলাম কিন্তু সেখানে সিনেমা দেখানোর বদলে জ্যান্ত মানুষ কাটা দেখাচ্ছে। লালু: বলেন কি! তা আপনি কোন সিনেমা হলে গিয়েছিলেন? লোক: কেন! সব থিয়েটারেই তো সিনেমা দেখায়। আমি গিয়েছিলাম ওই অপারেশন থিয়েটারে
- Advertisement -