সর্বশেষ

25.6 C
Rajshahi
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩

পায়রার সাজে পরী

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন ছিলো গতকাল (২৪ অক্টোবর)। এদিন ৩০-এ পা রেখেছেন তিনি। প্রতি বছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদ্‌যাপন করেন ঢালিউডের ‘স্বপ্নবাজ’ এই নায়িকা।

সেই অনুষ্ঠানের রেশ সামাজিক মাধ্যমে, তার ভক্ত-শুভাকাঙক্ষীদের মনেও ছড়িয়ে যায় ।

- - Advertisement - -

এবার পায়রার সাজে জন্মদিনের কেক কাটলেন পরী। এদিন রাত ৮টায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় তার জন্মদিন পালনের জমকালো । তবে বৃষ্টির কারণে ২ ঘণ্টা বিলম্বে অনুষ্ঠান শুরু হয় রাত সাড়ে ১০টায়।

তার আগ মুহূর্তেই আড়াই মাস বয়সী ছেলে শাহীম মাহমুদ রাজ্য ও স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন পরী। এবারের জন্মদিনের অনুষ্ঠানে পায়রার সাজে হাজির হয়েছিলেন এই ‘বিশ্বসুন্দরী’ তারকা। পাখির পালক এবং লাল-সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিলো অতিথিদের খাবার টেবিল।

- Advertisement -

ঝাড়বাতিতে ঝলমলে ছিলো হল রুম। মঞ্চের সামনে ‘পরীমণি’ বড় অক্ষরে লেখা ছিলো। জন্মদিনের সাজসজ্জা নিয়ে পরী বলেন, ‘আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো। সেই অনুযায়ী এবার সাদা মঞ্চ ও সাদা ড্রেস পরে হাজির হলাম।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles