সর্বশেষ

39.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

প্রোটিয়াদের মাঠে ইতিহাস গড়লো বাংলাদেশ

টপ নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক ও অবিস্মরণীয় প্রথম জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। বহুদিনের আকাঙ্ক্ষা পরিণতি পেলো শুক্রবার সেঞ্চুরিয়নে, ব্যাটিং, বলিং ও ফিল্ডিং তিন বিভাগেই একসঙ্গে জ্বলে উঠলো তামিম বাহিনী।

সাকিব আল হাসান, লিটন দাস এবং ইয়াসির আলী রাব্বির ফিফটিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে নিজেদের দলীয় সর্বোচ্চ ৩১৪ রানের পুঁজি পায় তারা। এরপর জ্বলে উঠে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের ৫০ রানে ৪ উইকেট, তাসকিন আহমেদ পান ৩৬ রানে ৩ উইকেট, শরিফুল ইসলাম ৪৭ রানে তুলে নেন ২ উইকেট আর মাহমুদুল্লাহ রিয়াদের ১ উইকেটে অলআউট হয় স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

এর আগে সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং সহায়ক উইকেটে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে  ৪৮.৫ ওভারে ২৭৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। এর আগে সব সংস্করণে ১৯ ম্যাচে কেবল হেরেছে সফরকারীরা। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নামবে দুইদল, জিততে পারলে সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles