সর্বশেষ

43.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভোলায় পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রদল সভাপতির মৃত্যু

টপ নিউজ ডেস্কঃ ভোলায় গত রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুর আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ভোলায় গত রোববার পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

উল্লেখ্য যে, গত রোববার বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ শুরু হয় এবং এতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান ও ৩০ জন আহত হয়। নিহত আব্দুর রহিম সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। তেল-গ্যাসের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। মিছিলের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

সম্পাদনায়ঃ শাহাদাত হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles