সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যুক্তরাষ্ট্রের মুক্তি পাচ্ছে ‘পরাণ’ ৭০ প্রেক্ষাগৃহে

টপ নিউজ ডেস্কঃ দেশের দর্শকদের মুগ্ধ করে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘পরাণ’ এ বছরের অন্যতম আলোচিত সিনেমা । এরই মধ্যে সেখানে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে।

বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যের প্রায় ৭০টি সিনেমা হলে সিনেপ্রেমিরা সিনেমাটি উপভোগ করতে পারবেন । গত ঈদুল আজহায় মুক্তি পায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমাটি । সিনেমাটি টানা দুই মাস দেশের প্রেক্ষাগৃহগুলোতে সফলভাবে দর্শক ধরে রেখেছিল। সিনেমাটি দেখতে এখনও দর্শকরা প্রেক্ষাগৃহে যাচ্ছেন ।

এ বছরের ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে পরাণ সিনেমাটি অন্যতম। শুধু তাই নয়, এ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি ভাইরাল হয়েছে রীতিমতো । সিনেমার এমন সফলতায় দারুণ খুশি এর কলাকুশলীরা।

সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। সে চাহিদার কথা মাথায় রেখেই পরাণ মুক্তি দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, জর্জিয়া, আলাবামা, ফ্লোরিডা, টেক্সাস, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো, মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles