সর্বশেষ

26.4 C
Rajshahi
শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩

রাজশাহী ডিসি অফিস ১৬ দফা দাবিতে ঘেরাও

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সেচের পানির অভাবে আদিবাসী কৃষকের আত্মহত্যার বিচারসহ ডিসি অফিস ঘেরাও ১৬ দফা দাবিতে এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পালন করা হয়েছে কর্মসূচি ।

জাতীয় কৃষক সমিতি ও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে বুধবার (১৮ মে ) বেলা ১১ টার দিকে এই কর্মসূচি পালন করা হয় রাজশাহী ডিসি অফিসের সামনে ।

- - Advertisement - -

কর্মসূচির অংশ হিসেবে আদিবাসীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রাজশাহী ডিসি অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জড়ো হয়ে ।

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানববন্ধনে , জেলা কৃষক সমিতির আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক গণেষ মাঝি জাতীয় আদিবাসী পরিষদের , সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা জেলা ওয়ার্কার্স পার্টির , মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, বেসরকারি ‍উন্নয়ন সংস্থা পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রাজ কুমার শাও, সুভাষ চন্দ্র দপ্তর সম্পাদক হেমব্রমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

- Advertisement -

আদিবাসী সংগঠনের নেতারা দাবি জানান, ১৬ দফা দাবি বাস্তবায়ন চাই। গোদাগাড়ীর দুইজন কৃষক আত্মহত্যা করতে হয় জমিতে পানি না পেয়ে । আদিবাসীদের জমিদখলসহ আদিবাসীরা নির্যাতিত হচ্ছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবো এসব বিষয়ে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles