সর্বশেষ

43.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার সতর্কতা

টপ নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ সচল আগ্নেয়গিরি মাউনা লোয়াতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের ভলকানিক অ্যাকটিভিটি সার্ভিস জানিয়েছে ।

সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাতে আগ্নেয়গিরিতে শোনা যায় বিস্ফোরণের শব্দ ।

আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর সংস্থাটি সতর্কতা জারি করেছে । তবে তারা জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে বের হওয়া লাভা আগ্নেয়গিরির উপরের দিকেই (সামিট অ্যারিয়া) আছে এবং এর আশপাশে যেসব বসতি আছে ঝুঁকিতে নেই সেগুলো ।

তবে সংস্থাটি জানিয়েছে, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী, যখন কোনো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয় তখন শুরুর দিকে এটিতে পরিলক্ষিত হয় বিভিন্ন পরিবর্তন এবং খুব দ্রুততার সঙ্গে আগ্নেয়গিরি থেকে বেড়ে যেতে পারেবের হওয়া লাভার পরিমাণ । ফলে সবাইকে বেড়ে যেতে পারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

মাউনা লোয়ায় যখন রোববার প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয় তখন জারি করা হয় উপদেশমূলক সতর্কতা । পরবর্তীতে এটি পরিবর্তন করে জারি করা হয় বড় সতর্কতা ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles