সর্বশেষ

27.9 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

আপিলে গোলাম সারোয়ার কবীরের মনোনয়ন বৈধ ঘোষণা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আপিলে মনোনয়নের বৈধতা পেয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীর। সোমবার দুপুরে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানীতে স্থগতি মনোনয়নের বৈধতা ঘোষণা করা হয়।


এর আগে গত ৩ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো. আবুজাফর রিপন গোলাম সারোয়ার কবীরের মনোনয়ন পত্র স্থগিত ঘোষণা করেন। রিটার্নি অফিসার জানিয়েছিলেন, গোলাম সারোয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী এলাকার ১ ভাগ ভোটারের যে স্বাক্ষর জমা দিয়েছেন সেখানে ১০ ভোটারের তথ্যের মধ্যে ১ জন প্রবাসী ভোটারের স্বাক্ষর রয়েছে। গত মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনে এর বিরুদ্ধে আপিল আবেদন করেন।
আপিল শুনানী শেষে গোলাম সারোয়ার কবীর বলেন, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকা শ্রীনগর-সিরাজদিখান উপজেলার জনগণ, ভোটারদের দোয়া, ভালোবাসা সমর্থন আমাকে সাহস জুগিয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কারণেই আমি আপিলে জয়ী হয়েছি। আশা করছি এই রায়ের মধ্য দিয়ে শ্রীনগর-সিরাজদিখানে একটি প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ নির্বাচন হবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন ইনশাল্লাহ।


ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়। তিনি এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles