সর্বশেষ

37 C
Rajshahi
রবিবার, মে ৫, ২০২৪

আবারও খুলছে রায়বাড়ির দরজা

টপ নিউজ ডেস্কঃ আজ ২ মে (সোমবার) বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় শততম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ১০১তম বছরে পা রাখলেন ‘পথের পাঁচালী’-এর স্রষ্টা। আর এবছর জন্মবার্ষিকীতে আবারও জনসাধারণের জন্য খুলছে রায়বাড়ি।

প্রতি বছরই সত্যজিৎ রায়ের জন্মদিনে তার গুণমুগ্ধরা রায়বাড়িতে যান। তবে করোনা মহামারীর জন্য ২০২০ সাল থেকে বিশপ লেফ্রয় রোডের বাড়ির দরজা বন্ধ রেখে ছিলেন সন্দীপ রায়। সেসময় রায়বাড়িতে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সত্যজিৎ রায়ের পুত্রবধূ ললিতা রায় এবং নাতি সৌরদীপ রায় ফুল দিয়ে সাজিয়েছিলেন নির্মাতার ছবি এবং প্রতিবারের মতোই পরিচালকের প্রিয় খাবার রান্না করা হয়েছিল।

তবে বর্তমান কোভিড পরিস্থিতি আগের চেয়ে ভালো হওয়ায় পুনরায় রায়বাড়ির দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছে রায় পরিবার। রায়বাড়ি সেজে উঠেছে ভক্তদের জন্য।

৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বাঙালির মননে আজও অম্লান সত্যজিৎ রায়। এই কিংবদন্তী নির্মাতা ১৯৯২ সালের ২৩ এপ্রিল প্রয়াত হন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles