সর্বশেষ

23.9 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

ঈদযাত্রায় সেতু নয় এবার ধাক্কা দিল খুঁটি

টপ নিউজ ডেস্কঃ ঈদ যাত্রায় নৌপথে কখনও নৌকাডুবি, কখনও সেতু বা জাহাজের ধাক্কায় দূর্ঘটনার কথা শোনা যায়। এবার সে তালিকায় যুক্ত হলো বিদ্যুতের খুঁটির সাথে ফেরির ধাক্কা।

রবিবার (২ মে) দিবাগত রাত প্রায় আড়াইটার সময় শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরি ফরিদপুর। ঘাট ত্যাগ করার কিছুক্ষণ পরই পদ্মা সেতুর নিকটে নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সাথে ধাক্কা লাগে ফেরিটি। এতে ফেরির ঢাকনার কাছে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে গেছে। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সম্পর্কে যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ফেরিটি ঘাট ত্যাগ করার একটু পরই পদ্মা সেতুর পাশে নদীর মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। সে সময় ঝড়-বৃষ্টি হচ্ছিল বাহিরে। কিন্তু ফেরি কর্তৃপক্ষ তখনও কোনো লাইট জালায়নি। এমনকি তারা আমাদেরকে সর্তকও করেনি। ধাক্কা লেগে যখন ফেরি হেলে পড়ছিল তখন খুব আতঙ্কে ছিলাম আমরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাংলাবাজার মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ বলেন, ফেরিটি ঝড়ের কারণেই বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। তবে ফেরিটি বর্তমানে নিরাপদে আছে। ধাক্কায় ফেরিটির কোনো ক্ষতি হইছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটি আমাদের মেরিন কর্মকর্তা বলতে পারবে।

এ প্রসঙ্গে জানতে মাওয়া নদী বন্দরের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলীকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles