সর্বশেষ

31.6 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

আবারো একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ৫

টপ নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে রেকর্ড ৮৫৫ জন রোগী। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪৭ জনে। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৯৪ জনের।

আজ রবিবার (১৬ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২৩ জন। ৩৩২ জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ৯৫৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৮৯০ জন।

চলতি বছরের (২০২২) ১ জানুয়ারি থেকে আজ (১৬ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৮১ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ২৪০ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৩ অক্টোবর ৮ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles