সর্বশেষ

35.5 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

ইউক্রেনে সবচেয়ে বড় মিসাইল হামলা চালালো রাশিয়া

টপ নিউজ ডেস্ক: ইউক্রেনের বিভিন্ন অঞ্চলজুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার  রাতভর এসব হামলা চালানো হয়। এই হামলায় কমপক্ষে ১৩ বেসামরিক ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাতভর ইউক্রেনে ১১০টির মতো মিসাইল হামলা করেছে  রুশ বাহিনী।

যদি জেলেনস্কির দেওয়া তথ্য সঠিক হয় তাহলে, এরমাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর গতরাতে ইউক্রেনে সবচেয়ে বড় মিসাইল হামলাটি চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, এর আগের সবচেয়ে বড় হামলাটি রুশ বাহিনী চালিয়েছিল ২০২২ সালের নভেম্বরে। সে মাসে ইউক্রেনজুড়ে একসঙ্গে ৯৬টি মিসাইল ছুড়েছিল তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান যানায়, রাশিয়ার এ হামলা শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। যা চলে সারারাতব্যাপী । এই সময়ের মধ্যে ইউক্রেনের  ছয়টি শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। যারমধ্যে রয়েছে রাজধানী কিয়েভও। এছাড়া যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের লভিভেও পৌঁছেছে রুশ বাহিনীর মিসাইল।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles