সর্বশেষ

31.6 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

করোনায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩০

টপ নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে একজনের । তাকে নিয়ে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৩২৮ জনের এই ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে । আর গত ২৪ ঘণ্টায় আরও ২৩০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস । তাদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১২ হাজার ৭৬১ জনে দাঁড়িয়েছে ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা হয় ৪ হাজার ৬৫৯টি নমুনা । ৪ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করা হয় । পরীক্ষার বিপরীতে ৪ দশমিক ৯৩ শতাংশ শনাক্তের হার। ২৪ ঘণ্টায় করোনা থেকে ১৯৪ জন সুস্থ হয়েছেন । এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছিল ১৬ হাজার ২৩০ জনের ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles