সর্বশেষ

38.8 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

মারা গেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার

টপ নিউজ ডেস্কঃ   ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল’ কিংবা ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’এই কালজয়ী গানগুলোর রচয়িতা, কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আর নেই।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কিংবদন্তির ভাগ্নে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার জন্মগ্রহণ করেছিলেন ২২ ফেব্রুয়ারি ১৯৪৩-এ। তিনি একাধারে ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার এবং সুরকার। তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে। ২০০২ সালে তিনি বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তিনি ২০ হাজারের বেশি গান রচনা করেছেন।

উল্লেখ্য, বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় তার লেখা তিনটি গান রয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles