সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মে ১০, ২০২৪

কলোরাডোয়  নির্বাচনে অংশ নিতে পারবেন না ডোনাল্ড  ট্রাম্প

টপ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের  ক্যাপিটল দাঙ্গায় বিদ্রোহের খেসারত দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আগামী বছর হতে যাওয়া কলোরাডো অঙ্গরাজ্যে্ তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি উপযুক্ত প্রার্থী নন বলে মঙ্গলবার রায় দিয়েছেন কলোরাডো অঙ্গরাজ্যে্ সুপ্রিম কোর্ট। যদিও কলোরাডোর বাইরের রাজ্যগুলোতে এ রায় প্রযোজ্য নয় বলে জানিয়েছেন আদালত।

‌মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারায় বলা আছে, ‌‘যারা বিদ্রোহ করবেন, তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না।’ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে কাউকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী ঘোষণা করা হলো।

রায়ে আরো বলা হয়েছে, ক্যাপিটল হিলে হামলায় প্ররোচনা দেওয়ায় ট্রাম্পের ভূমিকা প্রমাণিত। যারফলে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি উপযুক্ত প্রার্থী নন।

যদিও এই রায় শুধুমাত্র রাজ্যের প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য। এ রায় এমন সময় দেওয়া হলো যখন রাজ্যের প্রেসিডেন্ট প্রার্থীর প্রাথমিক ব্যালট ছাপানো হবে। এ রায় দেশটির সাধারণ নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles