সর্বশেষ

35.2 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

কিছু জায়গায় আজ নামবে বৃষ্টি, ২ মে থেকে আরও বাড়বে

টপ নিউজ ডেস্ক: বাংলাদেশের মোট তিনটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এছাড়াও পাঁচটি জেলার ওপর দিয়ে চলছে তীব্র তাপপ্রবাহ । কিন্তু আরও কয়েক দিন এমন তাপপ্রবাহ চলবে। কিন্তু সুখবর এই যে, এই তাপপ্রবাহের মধ্যে আজ শনিবার থেকে আগামী তিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারাদেশে নয়,শুধু সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আর সামনে  ২ মে থেকে দেশের অন্যান্য জায়গায় বাড়বে বৃষ্টি। এই সময় উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়বে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, ২, ৩ ও ৪ মে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ, সিলেট, নরসিংদী ও গাজীপুরে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, হাতিয়া, সন্দ্বীপসহ অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে।তবে  এ সময় ঢাকায়ও বৃষ্টি নামতে পারে। বৃষ্টির পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এভাবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুক্ক থাকতে পারে।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles