সর্বশেষ

43.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

গ্রামীণফোনে রিচার্জ করা যাবে না ২০ টাকার নিচে

টপ নিউজ ডেস্কঃ মুঠোফোন অপারেটর গ্রামীণফোন বাড়িয়েছে রিচার্জের সর্বনিম্ন সীমা । এখন থেকে অপারেটরটির গ্রাহকদের রিচার্জ করতে হবে সর্বনিম্ন ২০ টাকা । এর আগে রিচার্জ করা যেত সর্বনিম্ন ১০ টাকা । গ্রামীণফোন গ্রাহকদের বিষয়টি জানিয়ে দিচ্ছে খুদে বার্তা (এসএমএস) দিয়ে ।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান সাংবাদিকদের জানান, ‘আমাদের বিভিন্ন প্রডাক্টের সুবিধা ফ্লেক্সিলোডের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা সরলীকরণ করার অংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে ২০ টাকার কমে ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাকগুলো সুলভ মূল্যে এবং সব রিচার্জ কার্ডগুলো চালু থাকবে আগের মতোই ।’

, ২১ এবং ২৯ টাকা রিচার্জে দুই দিন এবং তিন দিন মেয়াদে গ্রাহকেরা বিশেষ কলরেট সুবিধা পাবেন যেকোনো লোকাল নম্বরে ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, দেশে এখন ১৮ কোটি ৪২ লাখ রয়েছে সক্রিয় সিম। এর মধ্যে ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার গ্রামীণফোনের সিম সংখ্যা । গ্রাহক সংখ্যা, রাজস্ব ও মুনাফার দিক দিয়ে বাংলাদেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন । গত সপ্তাহে বিটিআরসি সেবার মান সন্তোষজনক নয় উল্লেখ করে নিষেধাজ্ঞা আরোপ করে।
গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে
সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles