সর্বশেষ

35.3 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

চলতি বছরের সেরা শব্দ ‘গবলিন মোড’

টপ নিউজ ডেস্কঃ জনগণের ভোটে নির্বাচিত বছরের সেরা শব্দ বা ওয়ার্ড অব দ্য ইয়ার অক্সফোর্ড ঘোষণা করেছে । চলতি বছরের (২০২২) অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার ‘গবলিন মোড’। এটি ব্যবহার করা হয় অনেকটা অপবাদ হিসেবে । এটি ‘অপরাধমূলকভাবে স্ব-প্রীতিহীন, অলস, স্লোভেলি বা লোভী’ বর্ণনা করে আচরণকে ।

এটি অক্সফোর্ড অভিধানবিদদের নির্বাচিত তিনটি সম্ভাব্য পছন্দগুলোর মধ্যে ছিল একটি । গবলিন মোডের পক্ষে হাজার হাজার ভোট পড়ে। অন্য দুই শব্দের তুলনায় এটি ভূমিধস জয় পেয়েছে। গবলিন মোডের পক্ষে ভোট পড়েছে ৩ লাখ ১৮ হাজার ৯৫৬টি। যা মোট ভোটারের ৯৩ শতাংশ।

গবলিন মোড মানে ঠিক কি? অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের মতে (এটি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারী প্রকাশ করে) এটি একটি অশ্লিল শব্দ যা প্রায়ই ‘আমি গবলিন মোডে’ বা ‘গবলিন মোডে যেতে’ এর মতো অভিব্যক্তিতে ব্যবহৃত হয়। এটি এক ধরনের আচরণ যা ‘ক্ষমাহীনভাবে স্বয়ংসম্পূর্ণ, অলস, স্লোভেলি বা লোভী, সাধারণত এমনভাবে যা সামাজিক নিয়ম বা প্রত্যাশাকে প্রত্যাখ্যান করে’ হিসাবে ব্যাখ্যা করে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles