সর্বশেষ

24.9 C
Rajshahi
মঙ্গলবার, মে ৭, ২০২৪

চীনা রাষ্ট্রদূত বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বেইজিং যথাযথভাবে ভূমিকা রেখে যাচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান বেইজিংও বিশ্বাস করে। এ কথা তিনি বলেন আজ রবিবার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের।

রোহিঙ্গা সমস্যা সমাধানে রাষ্ট্রদূত জানান, বেইজিংও বিশ্বাস করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একমাত্র সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন। এছাড়া স্মার্ট বাংলাদেশ গঠনেও চীন সহযোগিতা করে যাবে বলে চীনের রাষ্ট্রদূত জানান।

এর আগে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মিয়ানমার সীমান্তে বিবদমান দুই গ্রুপের সঙ্গে সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতি চীনের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক চলছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles