সর্বশেষ

24.9 C
Rajshahi
মঙ্গলবার, মে ৭, ২০২৪

জনগণের সেবা করার প্রতিশ্রুতি মায়ের মতো; চার্লস

টপ নিউজ ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার প্রথম ভাষণ দিয়েছেন নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশ্যে ।

তিনি বলেছেন, পুরো রাজ পরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন, এবং তার মা যে অঙ্গীকার তার রাজত্বের সূচনায় করেছিলেন- সেই একই অঙ্গীকার নবায়ন করতে চান তিনি । রাজা চার্লস বলেন, তিনি সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সাথে ব্রিটেন ও অঙ্গীকার করছেন কমনওয়েলথের জনগণের সেবা করার । তার এ ভাষণ সরাসরি টিভিতে সম্প্রচারিত হয় এবং লন্ডনের সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা এবং এ ভাষণ স্মৃতিতর্পণের অনুষ্ঠানেরও অংশ ছিল । এ গির্জার দু’হাজার আসন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল। সত্তর বছর সিংহাসনে থাকার পর রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গে । তার পুত্র রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হবার মধ্য দিয়ে এখন ব্রিটিশ ইতিহাসের সূচনা হচ্ছে এক নতুন যুগের ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles