সর্বশেষ

34.5 C
Rajshahi
শুক্রবার, মে ১০, ২০২৪

জম্মু-কাশ্মীরে একদিনে তিনবার ভূমিকম্প

টপ নিউজ ডেস্ক: ভারতশাসিত জম্মু-কাশ্মীরে কয়েক ঘণ্টার ব্যবধানে আঘাত হেনেছে তিন তিনটি শক্তিশালী ভূমিকম্প। এর মধ্যে সবচেয়ে তীব্র কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে আঘাত হানে এই ভূকম্পন। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। আর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার গভীরে। শনিবার জম্মু-কাশ্মীরে আঘাত হানা তৃতীয় ভূমিকম্প ছিল এটি।

এর আগে সকাল ৮টা ৩৬ মিনিটে এবং সকাল ১০টা ২৪ মিনিটে পাকিস্তান ও হিন্দুকুশ অঞ্চলে দুটি ভূমিকম্প হয়, যা অনুভূত হয় ভারতেও। ভূমিকম্প দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮ এবং ৫ দশমিক ২।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles