সর্বশেষ

36.7 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিটে উৎপাদন শুরু

টপ নিউজ ডেস্ক: কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে গত কয়েক দিনের চলমান টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে । যার ফলে পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিটে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন।

রোববার কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৩৩ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ১০টা পর্যন্ত মোট ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে। যার মধ্যে ৩৩ মেগাওয়াট কেন্দ্রের ১ নম্বর ইউনিটে, ৩২ মেগাওয়াট ২ নম্বর ইউনিটে, ৩ নম্বর ইউনিটে ২৪ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ২২ মেগাওয়াট এবং ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ৫ নম্বর ইউনিটে। এ ছাড়া পানির পরিমাণ আরও বাড়লে আরও বৃদ্ধি পাবে বিদ্যুৎ উৎপাদন।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) পানির ধারণক্ষমতা। হ্রদে বর্তমানে ৯০.৬০ এমএসএল পানি থাকার কথা থাকলেও রোববার সকাল ৯টা পর্যন্ত পানি রয়েছে ৮২.৮৩ এমএসএল।

প্রসঙ্গত, গত কয়েক দিন আগেও ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় দৈনিক মাত্র ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। তবে গত কয়েক দিনে টানা বর্ষণে হ্রদে পানি বৃদ্ধি পাওয়াতে বেড়ে গেছে বিদ্যুৎ উৎপাদন।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles