সর্বশেষ

43.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জাতীয় গ্রিডে বিপর্যয় : ঢাকাসহ চার বিভাগে নেই বিদ্যূৎ

টপ নিউজ ডেস্কঃ বিপর্যয় ঘটেছেজাতীয় গ্রিডে। যার ফলে রাজধানী ঢাকাসহ দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকা।

দেশের একাধিক জাতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, প্রায় দুপুর ২টার দিকে এই পাওয়ার শাটডাউন হয়েছে এবং তা পুনরুদ্ধারের কাজ চলছে। তবে এতে কতক্ষণ লাগবে, কী কারণে হয়েছে-  তা এখনি বলতে পারছেন না পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা। গত কয়েক মাস ধরে লোডশেডিং একটি স্বাভাবিক চিত্র। তাই আজ দুপুরের হঠাৎ এই বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেকের এটা বুঝে উঠতেও সময় লাগে যে, এটি জাতীয় গ্রিডের বিপর্যয়।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যমুনার ওপারের (পূর্বাঞ্চলের) জেলাগুলোয় অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। এছাড়া বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রপতি ভবনে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles