সর্বশেষ

27 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

টি-টুয়েন্টি থেকে মুশফিকুর রহিম অবসর নিলেন

টপ নিউজ ডেস্কঃ  মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে মুশফিকুর রহিম জানান ছোট ফরম্যাটের ক্রিকেট ছাড়ার কথা।

অনেকদিন ফরম্যাটটিতে রানখরায় ছিলেন টাইগার ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার। বিশ্রাম ও হজ পালনের ছুটি কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে মাঠে ফিরেছিলেন। কিন্তু জ্বলে উঠতে পারেননি। এবার তিনি শুধু ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে চান।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ছাড়লেও এই ফরম্যাটে ঘরোয়াতে মুশফিক খেলবেন। দেশের জার্সিতে তাকে পাওয়া যাবে টেস্ট-ওয়ানডেতেও। বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডারে অন্যতম ভরসা ছিলেন মুশফিক। তবে ‘মিস্টার ডিপেন্ডেবল’ এবারের এশিয়া কাপে দুই ম্যাচে করেছেন মোটে ৫ রান। কিন্তু ক্যারিয়ারের ১০২টি টি-টুয়েন্টিতে ১৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। ব্যাট করেছেন ১৯.৪৮ গড়ে ১১৫.০৩ স্ট্রাইক রেটে। অপরাজিত ৭২ রানের ইনিংসটি সর্বোচ্চ। তার রয়েছে ৬টি ফিফটি এই ফরম্যাটে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles