সর্বশেষ

43.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

টপ নিউজ ডেক্স: প্রকাশিত হয়েছে ২০২২-২৩ সেশনের দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (৬ মে) সন্ধ্যায় জানানো হয়েছে এ তথ্য । ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে।

অধিদপ্তর জানিয়েছে,  ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫৪০ পরীক্ষার্থীদেরকে  নির্বাচিত করা হয়েছে ভর্তির জন্য প্রাথমিকভাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ৫৪০ জন পরীক্ষার্থীদেরকে ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে  লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে মেধা, পছন্দ, কোটা অনুযায়ী  ভর্তির জন্য।

উল্লেখ্য, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে  ৫ মে ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles