সর্বশেষ

31.6 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

তিনদফা দাবিতে রাজশাহী চিনিকলে শ্রমিকদের বিক্ষোভ

টপ নিউজ ডেস্ক: রাজশাহী চিনিকলের সিভিল প্রকৌশলী সামিউল ইসলামের অপসারণ ও বিচার দাবিতে শ্রমিকরা হরিয়ান চিনি কলে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ সোমবার সকালে শ্রমিকরা এক হয়ে শুরু করেন বিক্ষোভ। এ সময় একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে চিনি কল প্রশাসনিক ভবনের চারপাশে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয় সামনের মাঠে।

শ্রমিকদের দাবি, অভিযুক্ত ওই  প্রকৌশলী পছন্দ করেন শ্রমিকদের তুই তুকারি করে কথা বলতেই। দিনের পর দিন তিনি অফিসের সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের কথা বলেন এভাবে। মারমুখী আচরণও করেন। অভিযোগ আছে গত ২৪ মার্চ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে রড দিয়ে মেরে আঙ্গুলও ফাটিয়েছেন বলে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার ঘটনাটি তদন্ত করে তার কাছে কৈফিয়ত তলব করেছেন। গত শুক্রবার ইস্যু করা হয় এই চিঠি।

চিনিকল সিবিএর সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে মারধরের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার কমিটি এমডির কাছে প্রতিবেদন দেয় তদন্ত শেষ করে। এর প্রেক্ষিতে কৈফিয়ত তলব করা হয় সামিউল ইসলামের কাছে। এছাড়া সিবিএ সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের কাছেও চাওয়া হয়েছে কৈফিয়ত। তাদের বলা হয়েছে সাতদিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles