সর্বশেষ

29 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

তিন ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি

টপ নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সকাল ৮টায় শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চলের টিকিট এই সময় বিক্রি শুরু হয়। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হয়েছে ১২ হাজার ৬০০।

রোববার (২৪ মার্চ) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার এক ব্রিফিংয়ে এ কথা জানান।

সর্বশেষ তথ্য অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ১২ হাজার ৬০০। প্রায় ১৬ হাজার মোট আসন সংখ্যা এই অঞ্চলের। সকাল সাড়ে আটটা পর্যন্ত টিকিটের জন্য ওয়েবসাইটে হিট করেছে প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার। এবার অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে শতভাগ টিকিট। কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না কাউন্টার থেকে। এবারে প্রথম চালু করা হয়েছে ওটিপি সিস্টেম, নিশ্চিত করতে টিকিট যার ভ্রমণ তার।

গত সপ্তাহের ট্রেন ডি-রেইল হয়েছে ব্যাপক পরিমাণ। ঈদে এমন হলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন জানতে চাইলে তিনি বলেন, বরাবরের মতো ঈদ যাত্রা যেন নির্বিঘ্নে হয় সেজন্য অব্যাহত রয়েছে আমাদের প্রচেষ্টা, সম্পন্ন হয়েছে আমাদের সব প্রস্তুতি। নির্ভিগ্নে হবে এবার ঈদ যাত্রা আশা করছি।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles