সর্বশেষ

43.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

৭ কলেজের পরীক্ষা পেছানোর ঘোষণায় শিক্ষার্থীদের প্রতিবাদ

টপ নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের স্নাতকের এক বিষয়ের চূড়ান্ত পরীক্ষা পেছানোর ঘোষণায় প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে ঢাকা কলেজের মূল ঘটকের সামনে জড়ো হয়ে এ ব্যাপারে প্রতিবাদ জানান ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ২০২২ সালের অনার্স প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে। আগামীকালের পরীক্ষার তারিখ পাল্টে দীর্ঘ সময় পরে দেওয়া হয়েছে। অর্থাৎ অক্টোবর মাসের পরীক্ষা দুই মাস পিছিয়ে আগামী ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে। এটি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রহসন। আমরা চাই এমন সিদ্ধান্ত থেকে প্রশাসন সরে আসুক।

এর আগে, আজ দুপুরে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে অনিবার্য কারণ দেখিয়ে ২০২২ সালের অনার্স প্রথম বর্ষের ১২ অক্টোবরের পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মূলত, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পূর্ব ঘোষণা অনুযায়ী ১০-১২ অক্টোবর সারা দেশে একযোগে সর্বাত্মক কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করছেন ঢাবি অধিভুক্তকলেজের শিক্ষকরা। সে অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থেকে পাঠদান, পরীক্ষা গ্রহণ, সভায় অংশগ্রহণ ও দাপ্তরিক কাজ হতে বিরত রয়েছেন এসব কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। মূলত সে কারণেই ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা পেছানো হয়েছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles