সর্বশেষ

31.6 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

নানা আয়োজনে দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত

টপ নিউজ ডেস্ক: সারা দেশে  নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার বিশ্ব পর্যটন দিবস-২০২৩ পালিত হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে  ‘বিশ্ব পর্যটন দিবস’ হিসাবে বিশ্বব্যাপী এই দিনকে পালন করে আসছে। ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এবারের প্রতিপাদ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশেও  পালিত হয়েছে দিবসটি। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় সরকারি-বেসরকারি পর্যায়ে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মুজিব’স বাংলাদেশ’ প্রচারের অংশ হিসাবে আয়োজন করেছে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের। এছাড়া কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতে আয়োজন করা হয়েছে পর্যটন মেলার।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন। এতে দেশি-বিদেশি সব শ্রেণির মানুষকে স্বল্প খরচে বাংলাদেশ ভ্রমণে এবং অন্যান্য পর্যটন সুবিধাদি প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles