সর্বশেষ

43.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নাসির উদ্দিন হোজ্জার চোরাচালান

নাসির উদ্দিন হোজ্জা প্রায়ই গাধার পিঠে চেপে কখনো ইরান তো কখনো গ্রিসে যান। প্রতিবারই তিনি গাধার পিঠে করে দুই বোঝা খড় চাপিয়ে নিয়ে যেতেন আর ফিরে আসতেন পায়ে হেঁটে। প্রত্যেকবার তাকে তল্লাশি করতো সীমান্তরক্ষীরা কিন্তু কিছুই পাওয়া যেত না।

সীমান্তরক্ষীরা যখন তাকে জিজ্ঞাসা করতো, আপনি ইরান ও গ্রিসে এতো যাতায়াত কেন করেন, হোজ্জা?
এর উত্তরে হোজ্জা বললেন, চোরাচালানি করতে।

বেশকয়েক বছর পর হোজ্জার অবস্থা রমরমা হলো। মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানের এক সীমান্তরক্ষী তার সঙ্গে সাক্ষাৎ করে বললেন, বলুন তো হোজ্জা, কেমন করে গ্রিস ও ইরানের আইন ফাঁকি দিয়ে চোরাচালান করতেন আর কী চোরাচালান করতেন, যে কখনোই ধরা যেত না?

হোজ্জা হাসি হাসি মুখ করে বললেন, গাধা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles