সর্বশেষ

34.6 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

পাবনায় অর্ধেকে নামলো পেঁয়াজের দাম

টপ নিউজ ডেস্ক: পাঁচ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমেছে পাবনার সুজানগর ও সাঁথিয়ার পাইকারি বাজারে। গতকাল রোববার ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা মণের পেঁয়াজ।

স্থানীয় কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা জানান, রমজান মাসে বেশি দামে বিক্রির আশায় পেঁয়াজ মজুত করেছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। এখন বাজারে এসেছে সেই পেঁয়াজ। আবার কৃষকেরাও বাজারে বিক্রির জন্য তুলতে শুরু করেছেন নতুন পেঁয়াজ। তাতে এই দরপতন ঘটেছে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায়।

সুজানগর হাটের পাইকার আবদুল আজিজ বিশ্বাস বলেন, রমজানের শুরুতে বাজারে আমদানি কম ছিল পেঁয়াজের। তাতে বেশি দামের আশায় অনেকে মজুত করেছিলেন পেঁয়াজ। রমজান শুরুর পর থেকেই বাজারে আসতে শুরু করে মজুত পেঁয়াজ। অন্যদিকে কৃষকেরাও অপরিপক্ব পেঁয়াজ বেশি দামের আশায় হাটে তুলেছেন। তাতে ঘটে দরপতন।

দাম কমে যাওয়ায় দুই উপজেলার পেঁয়াজ চাষীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। দাম আরও কমে গেলে তারা লোকসানের আশঙ্কা করছেন।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles