সর্বশেষ

36.7 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

পেঁয়াজ ও আলুর   বেঁধে দেওয়া মূল্যের দ্বিগুন  দামে বিক্রি

টোপ নিউজ ডেস্ক  :  অসাধু চক্রের কাছে জিম্মি ভোক্তারা । সিন্ডিকেটের  কারসাজিতে একেক সময় একেক পণ্যের  দাম বেরে যাচ্ছে । বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও প্রাতি কেজি আলু বিক্রি ৭০ টাকায় । যা ৭ দিন আগেও ছিল ৪৫-৫০ টাকা ।

সরকার দেড় মাস আগে  কেজিপ্রতি আলুর দাম বেঁধে দিয়েছিল ৩৫ টাকা ।

এখন প্রতি কেজি  দেশি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকায় । যা ৭ দিন আগেও ১০০ টাকায় বিক্রি হয়েছে । সরকার নির্ধারিত দাম ছিল কেজিপ্রতি ৬৫ টাকা ।

কোনো যৌক্তিক কারন ছারাই এই  মূল্যবৃদ্ধি  নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে করা হচ্ছে । এমনকি কার কারনে বাজারে এমন পরিস্থিতি তা চিহ্নিত করেও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী কঠোর শাস্তির ব্যবস্থা না করে পন্য আমদানির ঘোষনা করে অসহায়ত্ব প্রকাশ করছে ।

ফলে অসাধু সেই চক্র আরও বেশি সুযোগ পেয়ে ভোক্তার পকেট কেটে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা । এদিকে কয়েক মাস ধরেই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট আলু ও পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি করছে ।

সম্পাদনায় : মো : আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles