সর্বশেষ

33.2 C
Rajshahi
রবিবার, মে ৫, ২০২৪

ফায়ার সার্ভিস বঙ্গবাজার মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়

টপ নিউজ ডেস্কঃ রাজধানীর বঙ্গবাজারে যে মার্কেটটিতে  সেটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত  নোটিশ দিয়েছে মোট ১০ বার । তারপরও তা আমলে নেননি ব্যবসায়ীরা বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি ২০১৯ সালের একটি পত্রিকার কাটিংও দেখিয়ে বলেন, ২০১৯ সালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বঙ্গমার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল ।

এছাড়া আমরা ব্যানার টানিয়ে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জানিয়ে  নোটিশ দিয়েছি ১০ বার। আমাদের করণীয় যা যা ছিল সব করেছি। তারপরেও এখানে ব্যবসা চলছে। কোনো কিছুতেই সতর্ক হননি ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

প্রতি ঘটনায় উৎসুক জনতার ভিড়ে ব্যাহত হচ্ছে আগুন নেভানোর কাজ । আজও তার ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, এখানকার উৎসুক জনতার ভিড়ে বেগ পেতে হয়েছে আগুন নেভাতে । এখানে এত পরিমাণ ভিড় ছিল যে, কোনো জায়গায় গিয়ে আমাদের সদস্যরা কাজ করবেন সেই জায়গাটিও ছিল না।

ফায়ার সার্ভিসের সদর দফতরে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আগুন লাগা মার্কেটটি ও ফায়ার সার্ভিসের অফিস রাস্তার এপাশ-ওপাশ। আমি ফায়ার সার্ভিসের ডিজি হিসেবে বলতে চাই, আমাদের ওপর কেন হামলা হলো? করেছে কারা ? এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের আটজন সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান । তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া দুইজনকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles