সর্বশেষ

42.3 C
Rajshahi
রবিবার, মে ৫, ২০২৪

বিএনপির  অবরোধে জনগণের অংশগ্রহণ নেই: জয়

টপ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সুনামগঞ্জ জেলা বিএনপির এক সমাবেশ থেকে গণমাধ্যমে প্রচারিত অন্তত দুটি বাস ভাঙচুরের ভিডিও তুলে ধরে চলমান অবরোধে জনগণের অংশগ্রহণ না থাকার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

সজীব ওয়াজেদ জয়  তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেল  থেকে এই ধরনের মিডিয়া প্রতিবেদন সংকলন করে একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সুনামগঞ্জে তাদের আকস্মিক উপস্থিতিতে আতঙ্কিত হয়ে মোড়ের দোকানদাররা তাদের দোকান-পাট বন্ধ করে দেয়। এসময় তারা লাঠিসোঁটা ও রড নিয়ে একটি বাস ভাঙচুর করে। পালাক্রমে হামলায় আরেকটি সিএনজি চালিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

সেই ভিডিওটিতে প্রায় ২০ জন লোকের উপস্থিতির দিকে ইঙ্গিত করে, জয় লিখেছেন ‘বক্তৃতা চলাকালীন, তিনি দাবি করেন যে অবরোধে দেশবাসীর সমর্থন রয়েছে। কিন্তু মিডিয়ায় সম্প্রচারিত ভিডিওটিতে দেখা যায় যে এতে কোনো সাধারনমানুষের  অংশগ্রহণ ছিল না, শুধু ২০ জন অনুগত তাদের ক্যাডারের একটি দল ছিল।

অন্যদিকে  সন্ধ্যার পর জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন কাদের আসাদের নেতৃত্বে অগ্নিসংযোগকারীদের একটি দল অবরোধ কার্যকরের আহ্বান জানিয়ে আরেকটি ঝটিকা সমাবেশ করে।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles