সর্বশেষ

28.9 C
Rajshahi
রবিবার, মে ৫, ২০২৪

বিএনপি রাজি হয়নি আমাদের সঙ্গে বসতে : বিদেশি পর্যবেক্ষক টেরি

টপ নিউজ ডেস্ক: ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বিএন‌পি রা‌জি হয়‌নি বৈঠকে বসতে। সেজন্য হতাশা প্রকাশ করেছে প্রতিনিধি দলটি।

রোববার (৩০ জুলাই) প্রতিনিধি দলটি এমন হতাশার কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের মুখোমু‌খি হয়ে।

যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতিনিধি দলের সদস্য যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, আমরা এসেছি পর্যবেক্ষণ করতে নির্বাচন পূর্ব পরিস্থিতি। আমরা বৈঠক করছি বিভিন্ন পক্ষের সঙ্গে। বিএনপির সঙ্গেও আমরা চেয়েছিলাম বৈঠকে বসতে। শুনতে চেয়েছিলাম নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ। তবে রাজি হয়নি তারা আমাদের সঙ্গে বৈঠকে বসতে। আমরা হতাশ এ কারণে।

টে‌রি বলেন, আমরা  বৈঠকে বসতে চেয়েছিলাম উভয়পক্ষের সঙ্গেই। তাহলে আরও পরিষ্কার হতো বিষয়টি।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles