সর্বশেষ

39.9 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

চালু হলো ঈশ্বরদী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন

টপ নিউজ ডেস্ক: অবশেষে চালু হয়েছে করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচল করা লোকাল ট্রেনটি। শনিবার সন্ধ্যায় টেলি কনফারেন্সের মাধ্যমে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ট্রেনটির পুনরায় উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে রহনপুর রেলস্টেশন চত্বরে রেলবন্দর বাস্তবায়ন পরিষদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল সভাপতিত্ব করেন। সংসদ সদস্য জিয়াউর রহমান প্রধান অতিথি ছিলেন।

ট্রেনটি ২৯ জুলাই সন্ধ্যায় ছেড়ে যায় রহনপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে। পরের দিন ৩০ জুলাই থেকে আগের সময়সূচি অনুযায়ী রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী- ঈশ্বরদী রুটে নিয়মিতভাবে চলাচল করবে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গত ১৫ ফেব্রুয়ারী ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে পত্র দিলে মন্ত্রী ট্রেনটি চালুর বিষয়ে গত ১৬ জুলাই মৌখিক আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় ট্রেনটি চালুর অফিস আদেশ বুধবার জারি করা হয়। এছাড়া ট্রেনটি পুনরায় চালুর দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিল রহনপুরসহ চাঁপাইনবাবগঞ্জের মানুষ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles