সর্বশেষ

31.6 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বিনামূল্যে বিশ্বকাপের টিকিট দিচ্ছে ফিফা

টপ নিউজ ডেস্ক: আর মাত্র কিছুদিন বাকি নারী ফুটবল বিশ্বকাপ শুরুর । বিশ্বকাপের মতো বড় ইভেন্ট শুরু হতে চললেও তেমন আগ্রহ নেই এর টিকিট নিয়ে দুই আয়োজক দেশের একটি নিউজিল্যান্ডে। আশানূরূপ টিকিট বিক্রি না হওয়ায় বিনামূল্যে দেশটির চারটি ভেন্যুতে বিশ্বকাপের টিকিট দেওয়ার উদ্যোগ নিয়েছে ফিফা।

 

আরেক আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় বিক্রি হয়েছে এখন পর্যন্ত বিক্রি হওয়া ১০ লাখ টিকিটের বেশিরভাগই । আসন্ন নারী বিশ্বকাপের তারা অন্যতম ফেভারিট দলও । স্বাগতিক দেশ হওয়ায় টিকিটের চাহিদাও রয়েছে ব্যাপক তাদের ম্যাচগুলোর।

নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপরীত চিত্র। দেশটিতে ফুটবলের তেমন জনপ্রিয়তা না থাকায় আগ্রহ নেই জনগণের বিশ্বকাপ নিয়েও। আর তাই দেশটির চার ভেন্যু শহর  হ্যামিল্টন, অকল্যান্ড, ডানেডিন ও ওয়েলিংটনে ফিফা সিদ্ধান্ত নিয়েছে ২০ হাজার টিকেট বিনামূল্যে দেওয়ার।

ফিফার নারী ফুটবলের প্রধান অফিসার সারাই বারেম্যান জানান, নিউজিল্যান্ডে টিকিট বিক্রি কঠিন হয়ে দাঁড়িয়েছে ফুটবল নিয়ে তেমন আগ্রহ না থাকায়। তাছাড়া বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বাজে পারফরম্যান্সও অন্যতম কারণ টিকিট বিক্রি না হওয়ায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ জুলাই) নারী ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে নিউজিল্যান্ড ও নরওয়ের ম্যাচ দিয়ে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles