সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বিরামপুরের পাইকারি বাজারে মরিচের কেজি ১০ টাকা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক

টপ নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাঁচা মরিচ পাইকারিতে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এবং বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায়। তবে কৃষকেরা মরিচের দামের এমন অবনমনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় আজ সোমবার সকালে সবজির পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, সকালে প্রতি কেজি হাইব্রিড জাতের কাঁচা মরিচ ১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। দাম আরও কমতে থাকে বেলা বাড়ার সঙ্গে। সর্বশেষ দেখা গেছে সকাল ১০টার দিকে পাইকারি বাজারে ১০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করতে।

গতকাল রোববারও প্রতি কেজি কাঁচা মরিচ ১০ টাকা দরে বিরামপুরের পাইকারি বাজারে বিক্রি হয়েছিল। পাইকারি ব্যবসায়ীরা জানান বাজারে আসা অধিকাংশ কাঁচা মরিচই উপজেলার স্থানীয় কৃষকদের কাছ থেকে কেনা বলে। উপজেলার বিভিন্ন গ্রামের ফসলি মাঠ থেকে পাইকারি বাজারে কাঁচা মরিচ আসছে দুই দিন ধরে। ব্যবসায়ীরা জানান সে কারণে কাঁচা মরিচের দামে ভাটা পড়েছে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles