সর্বশেষ

34.6 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

বেগুনের কেজি ১ টাকা, কষ্টে ফলানো সবজি খাচ্ছে গরু

টপ নিউজ ডেস্ক: রংপুরের পীরগাছা উপজেলার কৃষক বেগুনের দাম মাত্র ১ টাকা কেজি বলায় জমিতেই নষ্ট করছেন। অনেকে বেগুনকে বানিয়েছেন গো-খাদ্য ক্ষোভে। গতকাল সোমবার এই দৃশ্য দেখা যায় দুপুরে পীরগাছা উপজেলার ছাওলা এলাকায়।

কৃষকরা বলছেন, কৃষাণের মজুরিই তোলা সম্ভব নয় এক টাকা কেজি বেগুন বিক্রি করলে। বাজার বিশ্লেষকরা বলছেন, কৃষককে ন্যায্য মূল্য পাইয়ে দিতে পদক্ষেপ নিতে হবে সরকারকেই।

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা এলাকার কৃষক আশরাফুল ইসলাম নিজের বেগুনক্ষেতের পচা বেগুন ছিঁড়ছেন আর জমিতেই রাগে ক্ষোভে ফেলে দিচ্ছেন। ব্যবসায়ীরা মাত্র এক টাকা কেজি বলায় তিনি জমিতে রেখেই বেগুন নষ্ট করেছেন।

একই এলাকার কৃষক মমিনুল ইসলাম। দাম না থাকায় তিনি বাসায় বেগুন এনে গুরুকে খাওয়াচ্ছেন। তারা বলছেন, বেগুন বিক্রি করে শুধু কৃষাণের মজুরির টাকা তোলাই সম্ভব নয় উৎপাদন খরচের টাকা বাদ দিয়ে। এই সিদ্ধান্ত নিয়েছেন এ কারণে।

ওই এলাকায় বেগুন চাষি আব্দুল ওয়াহাব, মিজু মিয়া ও নজরুল ইসলামসহ একই অবস্থা সবার। সাড়ে সতের মণ বেগুন বিক্রি করতে হবে এক কেজি মাংস কিনতে হলে তাদের আক্ষেপ। এই কারণে তারা জমি থেকে তুলছেন না বেগুন।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles