সর্বশেষ

43.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় করতে হবে ডোপ টেস্ট

টপ নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করতে হবে এমন আইন তৈরি করা হচ্ছে (সংশোধন)। সেই আইনের মধ্যেই থাকবে ভর্তির সময় করা হবে মেডিকেল টেস্ট, যেখানে যুক্ত হবে ডোপ টেস্টও।

রবিবার (২৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘পুলিশ বাহিনীতে ডোপ টেস্ট আগে থেকেই শুরু করা হয়েছে। এছাড়াও সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারাই নিয়োগ পাবেন, তাদের যেন এখন থেকে ডোপ টেস্ট করা হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটিও চলে এসেছে। তবে এটি ব্যাপকভাবে করার জন্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, যার প্রচেষ্টা শুরু করা হয়েছে।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles