সর্বশেষ

36.2 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

টপ নিউজ ডেস্কঃ  আজ ৮ মে (রবিবার) বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

১৮২৮ সালের আজকের এই দিনে সুইজারল্যান্ডের জেনেভা শহরে রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট জন্ম গ্রহণ করেন। তাকে স্মরণ করার জন্য প্রতি বছর হেনরি ডুনান্টের জন্মদিনকে বিশ্ব রেডক্রস এবং রেডক্রিসেন্ট দিবস হিসেবে উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য জাতীয় সোসাইটির ন্যায় বাংলাদেশেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যথাযথ গুরুত্ব ও মর্যাদা সহকারে দিবসটি পালন করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ৩১ মার্চ জারি করেন বাংলাদেশ রেডক্রস সোসাইটি আদেশ ১৯৭৩ (পিও-২৬)। সেই আদেশ অনুসারে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘বাংলাদেশ রেডক্রস সোসাইটি’ স্বীকৃতি লাভ করে এবং ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর রেডক্রসের ২২তম আন্তর্জাতিক সম্মেলন, তেহরানে বাংলাদেশ রেডক্রস সোসাইটি আন্তর্জাতিকভাবে পূর্ণ স্বীকৃতি লাভ করেছিল। এরপর ১৯৮৮ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’ রাখা হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles