সর্বশেষ

39.7 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মানবতার আর এক নাম হেল্প পিপল

মোঃ সাগর আলীঃ মানবতার আর এক নাম হেল্প পিপল (Help Pleople)। একগুচ্ছ তরুণ তরুণী নিয়ে ছুটে চলেছে হেল্প পিপল নামক এই সংগঠনটি।

হেল্প পিপল
নিজস্ব ছবি

সংগঠনটির স্বপ্নদ্রষ্টা আল-রাশিদ রাহী। তিনিই একত্রিত করেছেন এসকল সেবাব্রত যুবক-যুবতীদের। পুরো রাজশাহী জুড়ে মানব সেবায় নিয়োজিত রয়েছে শতাধিক তরুণ প্রাণ। শুধু মাঠ পর্যায়েই কাজ করছে অন্তত ৩০ থেকে ৪০জন।

চলছে রমজান মাস, অভুক্ত-অর্ধভুক্ত রোজা রাখা মানুষ এবং পথ শিশুদের মুখে একটু হাঁসি ফোটানোর আশায় দিন শেষে ইফতার নিয়ে হাজির হয় সংগঠনটি। মঙ্গলবার (৫ এপ্রিল) রাজশাহীর রেল স্কুলের সামনের ফুটপাতে বসে সেই আনন্দের মেলা। প্রায় দুই শতাধিক দরিদ্র ও পথশিশুর জন্য ইফতারের এই আয়োজনে ছিলো বিরিয়ানি, খেজুর, শসা, শরবতসহ আরো অনেককিছু। খাবার হাতে পেয়ে যেনো এক আনন্দের মহফিল হয়ে উঠে সেই পথ।

এছাড়াও গরীব, অসহায়, পথশিশুসহ না খেয়ে থাকা মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে সংগঠনটি শুরু করেছে ২ টাকার হোটেল। যেখানে মাত্র ২ টাকার বিনিময়ে একজন ব্যক্তি ভরপেট খাবার খেতে পারবেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles