সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মে ১০, ২০২৪

মাহে রমজান -৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে টপ নিউজের বিশেষ আয়োজন

আজ মাহে রমজানের ৪র্থ দিন। মহান আল্লাহতায়ালা বলেন, ‘রমজান মাসই হলো সেই মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথ্প্রর্দশক; আর ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যারা এ মাসটি পাবে, সে যেন এ মাসের রোজা রাখে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে এর গণনা পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য তিনি জটিলতা কামনা করেন না। যাতে তোমরা গণনা পূর্ণ করো ও তোমাদের হেদায়েত দান করার ফলে আল্লাহর মহত্ত্ব বর্ণনা করো। যেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো।’ (সুরা বাকারা : ১৮৫)।

 নিঃসন্দেহে রমজান মাস হলো, সর্বোত্তম মাস। এ মাসেই আল্লাহ কৃতজ্ঞতা কিতাব (কোরআন) অবতীর্ণ করেছেন। প্রেরণ করেছেন শ্রেষ্ঠ নবীদেরও।

গোনাহ মা ফের মাস মাহে রমজান                   

এ রমজান মাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। গোনাহ মাফের মাস এ রমজান। এ মাস বেশি বেশি নেক আমলের মাস। রাসুল (সা.) বলেন, ‘যখন রমজান মাস শুরু হয়, তখন জান্নাতের সব দরোজা খুলে দেওয়া হয়। এরপর জাহান্নামের দরোজা বন্ধ করে দেওয়া হয়। আর তারপর শয়তানকে শেকলবন্দি করা হয়।’

মহান আল্লাহ তাওয়ালা  আমাদের সকলকে পবিত্র রমজান মাসের নেক আমলগুলো অর্জনের তৈফিক দান করুন। আমিন…

নির্দেশনায় :সিরাজী ফেরদৌস ইমন

সম্পাদনায়:নাসরিন ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles